বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টসের শতাধিক শ্রমিক।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশ শেষে শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং বকেয়া বেতন পরিশোধ করে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
শ্রমিকরা জানান, গত ৩ ডিসেম্বর বিনা নোটিশে পোশাক কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। ৩ মাসের বকেয়া বেতন পাওনা থাকলেও, শ্রমিকদের তা পরিশোধ করা হয়নি। বকেয়া পাওনার জন্য মালিকপক্ষের সঙ্গে শ্রমিকরা যোগাযোগও করতে পারছেন না।
সংকট নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিত দিয়েও কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশে কারখানার শ্রমিক নাহিদ হোসেনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য এম এ শাহীন, কারখানার শ্রমিক ফয়সাল ও জান্নাত আক্তার প্রমুখ।
Comments