যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে: আইজিপি

ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ‘আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে 'আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ' উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, 'সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সাধারণ মানুষ একই প্ল্যাটফর্মে কাজ করে জঙ্গিবাদ-সন্ত্রাসকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'পুলিশ যে কোনো ধরনের ঘটনা, উচ্ছৃঙ্খলতা বা যে কোনো ধরনের আক্রমণ প্রতিরোধে সবসময় প্রস্তুত থাকে। সবক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত।'

অনুষ্ঠানে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।  

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

14h ago