বাগেরহাটে যুবলীগের ‘চেকপোস্ট’ থেকে সাংবাদিকের ওপর হামলা

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে 'চেকপোস্ট' বসিয়েছিল স্থানীয় যুবলীগ। ওই চেকপোস্টে অটোরিকশা থামিয়ে এক সাংবাদিক ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে যুবলীগের চেকপোস্ট। ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কে 'চেকপোস্ট' বসিয়েছিল স্থানীয় যুবলীগ। ওই চেকপোস্টে অটোরিকশা থামিয়ে এক সাংবাদিক ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মাঝিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। মারধরের শিকার এস এম সাইফুল ইসলাম কবির ডেইলি অবজারভার পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি। তিনি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সাইফুল ইসলাম বলেন, স্ত্রী ও বড় ভাইকে নিয়ে মোংলা থেকে অটোরিকশায় ফিরছিলাম। মাঝিবাড়ি এলাকায় নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সুমনের নেতৃত্বে একদল যুবক আমাদের অটোরিকশা আটকায়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও সুমনসহ আরও কয়েকজন আমাকে মারধর করে। আমার স্ত্রী, বড় ভাই ও অটোরিকশা চালককেও মারধর করেন তারা।

সাইফুল ইসলামের স্ত্রী সাথী ইসলাম বলেন, 'কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা হয়। আমার স্বামীকে ওরা অটোরিকশা থেকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করেছিল।'

এ ব্যাপারে প্রশ্ন করা হলে যুবলীগ নেতা সাব্বির মারধরের অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমি এবং চেকপোস্টে থাকা কয়েকজন সাইফুল ইসলামের কাছে ক্ষমাও চেয়েছি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে মো. সাইদুর রহমান বলেন, 'একটা ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।'

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

2h ago