বিএনপির সমাবেশ: ঢাকার রাস্তাঘাট প্রায় ফাঁকা

রাজধানীর রাস্তায় যানজট দেখা যায়নি। ছবি: আরাফাত রহমান/স্টার

আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে রাজধানীর রাস্তা-ফুটপাতে যানজট ও ভিড় কম ছিল। রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা গেছে।

আজ শুক্রবার দুপুরের পর ঢাকা শহরের রাস্তায় মানুষের চলাচল কমে যায়। একইসঙ্গে বাস-ট্রাক চলাচলও খুবই কম ছিল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শুক্রবার দুপুরের পর ঢাকা শহরের রাস্তায় মানুষের ও যানবাহন চলাচল কমে যায়। ছবি: প্রবীর দাশ/স্টার

জরুরি কাজ বের হওয়া নাগরিকরা যানবাহনের অভাবে দুর্ভোগে পড়েন। এসময় খুব অল্প সংখ্যক বাসকে দ্রুত গতিতে চলতে দেখা গেছে। বেশিরভাগ রিকশা ও রাইডশেয়ারিং মোটরসাইকেলকের চালককে বিভিন্ন পয়েন্টে অলসভাবে বসে ছিলেন।

সায়েদাবাদসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসগুলোতে পর্যাপ্ত যাত্রী নেই বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

1h ago