গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তমের প্রথম জানাজা অনুষ্ঠিত
অপারেশন কিলোফ্লাইটের দুঃসাহসী বৈমানিক বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিমানবাহিনী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।
জানাজা শেষে শামসুল আলম বীর উত্তমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল এইচ এম ফজলুল হক।
সে সময় তার বিদেহী আত্মার প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাই পাস্টের আয়োজন করে।
আজ বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তমের দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম।
Comments