ঢাকায় ওএমএসের চাল-আটা বিক্রিতে যোগ হচ্ছে আরও ২০ ট্রাক

ওএমএস
ঢাকায় ওএমএসের ট্রাক সেল। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় খোলা বাজার (ওএমএস) বিক্রয় কর্মসূচির অধীনে চাল-আটা বিক্রির জন্য আরও ২০টি ট্রাক যোগ হতে যাচ্ছে।

আজ রোববার খাদ্য মন্ত্রণালয় এক আদেশে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে।

সরকার ওএমএসের মধ্যমে স্বল্প মূল্যে চাল-আটা বিক্রি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ট্রাক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আদেশে বলা হয়, মোট ৮৯১ কেন্দ্রে মোট ২৪ হাজার ৮১২ টন আটা এবং ২ হাজার ৩৭১টি কেন্দ্রে ৬০ হাজার ৮০৮ টন চাল বিক্রি হবে।

বর্তমানে, সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি ট্রাক বিক্রয় কেন্দ্রের মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করছে। এখন ট্রাকের সংখ্যা বেড়ে হবে ৭০টি। এসব ট্রাকে প্রতিদিন মোট ২ টন চাল ও ১ টন আটা বিক্রি হবে।

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

1h ago