নানা কৌশলে রাজশাহীর সমাবেশে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

নানা কৌশলে রাজশাহীর সমাবেশে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা
গাড়িতে শুভ বিবাহ লেখা স্টিকার লাগিয়ে সমাবেশে যাচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি: স্টার

নাটোরে জেলা পুলিশের ৮টি ও র‌্যাবের আলাদা একটি চেকপোস্ট থেকে রাজশাহীগামী গাড়িগুলোতে চলছে তল্লাশি। তবে পথে পথে এসব তল্লাসী পেরিয়ে রাজশাহীতে সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

বিএনপি নেতা-কর্মীদের দাবি, অন্যান্য জেলা থেকে নাটোরের ওপর দিয়ে সমাবেশে যেতে পড়তে হচ্ছে বাধার মুখে। তবে যেকোনো উপায়ে তারা সমাবেশে যাবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। 

নাসির উদ্দির নামের একজন চালক দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপির সমাবেশে যাওয়ার জন্য তারা গাড়িতে 'শুভ বিবাহ' লেখা স্টিকার লাগিয়ে টাঙ্গাইল থেকে রাজশাহীর দিকে রওনা দিয়েছেন।

তিনি বলেন, 'প্রথমবার সিরাজগঞ্জে এবং তারপর একবার নাটোরের বনপাড়ায় এবং সবশেষ নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় পুলিশের জেরার মুখে পড়ি। তবে বরযাত্রী পরিচয় দেওয়ায় এবং গাড়িতে স্টিকার থাকায় পুলিশ আমাদের ছেড়ে দেয়।'

নাটোরে জেলা পুলিশের ৮টি ও র‌্যাবের আলাদা একটি চেকপোস্ট থেকে রাজশাহীগামী গাড়িগুলোতে চলছে তল্লাশি। ছবি: স্টার

আমজাদ হোসেন নামে আরেকজন বিএনপিকর্মী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা থেকে আমরা মাইক্রোবাস ভাড়া করে রাজশাহীর সমাবেশে যোগ দিতে যাচ্ছি। কিন্তু পথে বিভিন্ন যায়গায় পুলিশ চেকপেস্ট বসিয়ে হয়রানি করছে। তাই সাদা কাগজে শুভ বিবাহ লেখা স্টিকার লাগিয়ে যাচ্ছেন সমাবেশের দিকে। এতে ঝামেলা কিছুটা কম হচ্ছে।'

তিনি আরও বলেন, 'শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে এভাবে বাধা দেওয়ার কোনো আইনি বৈধতা পুলিশের নেই।'

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। পরিবহ ধর্মঘটে কোনো পক্ষ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেসব বিষয় মাথায় রেখেই এমন ব্যবস্থা।'

তিনি আরও বলেন, 'বিএনপির রাজশাহী সমাবেশ উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা সামগ্রী নিয়ে যেতে না পারে সে বিষয়ও নজর রাখছে পুলিশ।'

আজ সকালে দেখা যায় নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় র‌্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি করছে। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ফরহাদ হোসেন বলেন, 'নিয়মিতহ কাজের অংশ হিসেবে এমন তল্লাশি করা হচ্ছে।'

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পথে পথে বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে পড়তে হচ্ছে। তবে এসব বাধা উপেক্ষা করেই বিএনপি নেতা-কর্মীরা রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন। তাছাড়া লালপুর থানায় দুটি এবং নাটোর সদর থানায় একটি নাশকতার মামলা করে পুলিশ অসংখ্য নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।'

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago