কুমিল্লায় বিএনপির সমাবেশস্থল ও আশেপাশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থল ও আশেপাশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি
কুমিল্লায় বিএনপির সমাবেশস্থল ও আশেপাশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিক ও সম্মেলনে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, সকাল থেকে তারা ধীরগতির মোবাইল ইন্টারনেট পরিষেবার সম্মুখীন হয়েছেন।

আজ শনিবার সকাল থেকে কুমিল্লার টাউন হল ও এর আশেপাশের কান্দিরপাড়, মনোহরপুর, বাদুরতলা, ঝাউতলা ও নজরুল অ্যাভিনিউ এলাকায় কোনো ধরনের মোবাইল ইন্টারনেট সেবা কাজ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে দাউদকান্দি থেকে সমাবেশ অংশ নেওয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সানাউল হক খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশ এলাকায় আমি মোবাইলে কোনো ইন্টারনেট পাচ্ছি না। আমার ইচ্ছা ছিল সমাবেশ থেকে ফেসবুকে এলাকাবাসীর জন্য লাইভ করব। কিন্তু ইন্টারনেটের অভাবে সেটা সম্ভব হচ্ছে না।'

মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিএনপির সমাবেশ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও। ডিবিসি নিউজের কুমিল্লা প্রতিনিধি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল থেকে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় সমাবেশের নিউজ কাভার করতে অসুবিধায় পড়তে হচ্ছে। নিউজ সংগ্রহের পর বাসায় গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে নিউজ পাঠাতে হচ্ছে।'

তবে সমাবেশ স্থলের বাইরে ক্যান্টনমেন্ট, নিশ্চিন্তপুর, কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় মোবাইল ইন্টারনেট কাজ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক সময় অনেক অঞ্চলে টেকনিক্যাল সমস্যা কিংবা ক্যাপাসিটির থেকে বেশি ব্যবহার হলে কিছু সমস্যা তৈরি হয়। এক জায়গায় বহু মানুষ জড়ো হলেও কিছু সমস্যা তৈরি হয়। কুমিল্লায় মোবাইল ইন্টারনেট সমস্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে নেই।'

 

 

  

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

22m ago