আখাউড়ায় বিএসএফের বাধায় ইমিগ্রেশন ভবনের মেরামত কাজ বন্ধ

আখাউড়ায় ইমিগ্রেশন ভবনের মেরামত কাজ বিএসএফের বাধায় বন্ধ হয়ে গেছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বাধায় ইমিগ্রেশন ভবনের মেরামত কাজ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বিজিবির মাধ্যমে বিএসএফ এই স্থলবন্দরে ভবন মেরামত কাজ বন্ধ করেছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ইন-চার্জ স্বপন চন্দ্র দাস।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ভবন, সীমান্ত থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের রাস্তা এবং যাত্রীদের ওয়াশরুম ব্যবহার অনুপযোগী ছিল। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার দিয়ে সেখানে মেরামত কাজ শুরু করেছিল।

আজ দুপুরে মেরামত কাজ নিয়ে বিজিবিকে আপত্তি জানায় বিএসএফ। পরে বিজিবির পক্ষ থেকে মৌখিকভাবে মেরামত কাজ বন্ধ রাখার কথা জানালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়।

ইমিগ্রেশন ইন-চার্জ স্বপন চন্দ্র দাস বলেন, কাজ বন্ধ রাখার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন মুঠোফোনে বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের ভেতরে কোন কাজ করতে গেলে দুদেশের সীমান্ত বাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যেহেতু দুদেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে তাই দুএক দিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার কাজ শুরু হবে বলে আশা করছি।

Comments

The Daily Star  | English

Public admin, judiciary reform commissions submit reports to CA

The heads of the commissions submitted the reports to the chief adviser at the State Guest House Jamuna

24m ago