প্রধানমন্ত্রী ১০০ সেতু উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেসউইং আজ রোববার এক ফেসবুক পোস্টে জানায়, সেতুগুলো সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল ও খাগড়াছড়িসহ ২৫টি জেলায় অবস্থিত।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ বিভাগ সরকারের নিজস্ব অর্থায়নে এসব সেতু নির্মাণ করেছে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago