‘বিএনপির সমাবেশ ঘিরে’ খুলনায় ২ দিন বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত

খুলনা

আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের আলোচনা সভায় যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ১৮টি রুটে দৈনিক ৩ শতাধিক বাস চলাচল করে। মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ওই ২ দিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না ও প্রবেশও করবে না।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুলনা থেকে চলাচলকারী সব ধরনের বাস আগামী ২১ ও ২২ অক্টোবর চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পৃক্ততা নেই।'

'মালিক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে শ্রমিক ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে', বলেন তিনি।

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ইতোমধ্যে তারা সমাবেশের অনুমতিও পেয়েছে। খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তাদের সমাবেশ বানচাল করতেই ওই সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিক ও শ্রমিকেরা।

আজ দুপুরে বিএনপির খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিএনপির এই যৌক্তিক আন্দোলনে কোনো বাধা সৃষ্টি না করে।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

8h ago