শহীদ মিনারে শ্রদ্ধা, পাবনায় শায়িত হবেন মাসুম আজিজ

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। ছবি: স্টার

পাবনার কৃতী সন্তান মাসুম আজিজ। সেখানে নিজ গ্রামে বাদ এশা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেতা মাসুম আজিজকে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন তিনি। শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন অভিনেতা আসাদুজ্জামান নূর, দিলারা জামানসহ অনেকেই।

মাসুম আজিজের ছেলে উৎস জামান বলেন, 'বাবা তার সংগ্রামী জীবনের প্রভাব আমাদের উপর পড়তে দেননি। অনেক দৃঢ়চেতা মানুষ ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আমাকে বলতেন, সুস্থ হয়ে যাবেন।'

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার পর পাবনার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

1h ago