চট্টগ্রামে পথচারীদের জন্য পুনাকের বিশুদ্ধ খাবার পানি

বন্দরনগরীর দামপাড়ায় পুনাকের সুপেয় পানির ব্যবস্থা সোমবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার চট্টগ্রাম পুনাকের সভানেত্রী রীতা দাস নগরীর দামপাড়ায় আধুনিক ফিল্টার থেকে পানির সুবিধা সবার জন্য উন্মুক্ত করেন।

রীতা দাস বলেন, 'তৃষ্ণার্ত পথচারীসহ সবার জন্য সুপেয় ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিত করতেই পুনাকের পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এটি ঘণ্টায় ৬০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম, চাহিদার ভিত্তিতে যার সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।'

এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার-উপযোগী রাখা হবে বলে জানান তিনি।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।

Comments