নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান ঢাকা থেকে গ্রেপ্তার

টিপু সলতান। ছবি: সংগৃহীত

বন্দরনগরীর চট্টগ্রামের ২ থানায় দায়ের করা ২১ মামলার আসামি নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার টিপু সুলতান মেরিন ভেজিটেবল অয়েলস লিমিটেডের চেয়ারম্যান।

ব্যাংক ঋণের টাকা আত্মসাৎ করে ঢাকার গুলশানে আত্মগোপনে থাকা টিপু সুলতানের বিরুদ্ধে ২১টি ঋণ খেলাপির মামলার পরোয়ানা আছে। এরমধ্যে ১৮টিতেই তার বিরুদ্ধে সাজার আদেশ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, 'ঋণ খেলাপির অভিযোগে বন্দরনগরীর খুলশী ও কোতোয়ালি থানায় দায়ের করা মোট ২১টি মামলায় টিপু সুলতান অনেক দিন ধরে পলাতক ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।'

সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তারের পর টিপু সুলতানকে আজ শুক্রবার চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়।

তিনি আরও জানান, নুরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতানের বিরুদ্ধে খুলশী থানায় ৭টি, পাঁচলাইশে ৮টি ও কোতয়ালী থানায় ২টি। এছাড়া আদালতে বিচারাধীন আরও ৩ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

গত ২০ সেপ্টেম্বর ভেজাল ভোজ্যতেল বিক্রির অপরাধে বিএসটিআইয়ের করা মামলায় নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহাম্মদ রতনকে ১ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ টাকার জরিমানার আদেশ দেন আদালত।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago