কুষ্টিয়া-মেহেরপুর সড়ক: বাস মালিকদের হাতে জিম্মি যাত্রীরা

কুষ্টিয়া বাস টার্মিনাল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরে যেতে একমাত্র সড়ক কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়ক। কিন্তু ৫৬ কিলোমিটারের এই সড়কটি যাত্রীবান্ধব নয়।

কখনো ২ জেলার বাস মালিকদের দ্বন্দ্ব, কখনো বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব, কখনো ভাঙা সড়কের কারণে ছোটখাট অজুহাতে সড়কটিতে বছরের একটি বড় সময় সরাসরি আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকে।

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২ জেলার বাস মালিকদের দ্বন্দ্বের জেরে বন্ধ থাকার পর সরাসরি বাস চলাচল শুরু হয় এপ্রিলে। কয়েক মাস যেতে না যেতেই বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জেরে অক্টোবরে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল শনিবার সৃষ্ট দ্বন্দ্বে আজ সকাল থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া-ঢাকা, কুষ্টিয়া-ঢাকা ভায়া মেহেরপুর রুটে সরাসরি চলাচলকারী এসবি পরিবহনের মেহেরপুর থেকে আসা বাসে স্থানীয় যাত্রী তোলাকে কেন্দ্র করে এবারের দ্বন্দ্ব শুরু হয়।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, 'গতকাল এসবি পরিবহনের বাসে মেহেরপুর থেকে কিছু স্থানীয় মানুষ কুষ্টিয়া আসছিলেন। বিষয়টি মেহেরপুর জেলার সীমান্ত খলিসাকুন্ডিতে চেকিংয়ে ধরা পড়ে। মেহেরপুর বাস মালিকরা বিষয়টির তাৎক্ষনিক প্রতিবাদ করলেও এসবি পরিবহন কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।'

এই ঘটনার প্রতিবাদে মেহেরপুরের বাস মালিকরা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে মেহেরপুর ও কুষ্টিয়ার মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে মেহেরপুর থেকে দূরপাল্লার পরিবহনগুলো চলছে।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, 'কুষ্টিয়ার দূরপাল্লার এসবি পরিবহন স্থানীয় যাত্রী তুলে এই সমস্যার সৃষ্টি করেছে।'

এসবি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, 'বাসের ড্রাইভার-সুপারভাইজাররা মিলে অনেক সময় এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে। নানাভাবে চেক দিয়েও এগুলো সামলানো কঠিন হয়ে যায়।'

তিনি জানান, তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে চান।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানিয়েছেন, আজ রাতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

কুষ্টিয়া থেকে মেহেরপুরে প্রতিদিন ইন্টারনেট সেবা দিতে যান সেলিম আহমেদ। তিনি বলেন, 'সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি এই অবস্থা। বাস না থাকায় আর মেহেরপুর যাওয়া হলো না। ওদিকে গ্রাহকদের কাছ থেকে ফোনে নেটওয়ার্কের নানা সমস্যার কথা শুনছি।'

কুষ্টিয়া থেকে মেহেরপুর যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসেন উল্কা খাতুন। তিনি বলেন, 'আমার বোনের বাচ্চা হওয়ার কথা আজ রাতে। আমি যেতে না পরলে বোনটা খুব বিপদে পরে যাবে।'

বাস বন্ধ থাকার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বলেন, 'কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। রাতের মধ্যেই বিষয়টি সুরাহা হবে বলে আশা করছি।'

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

1h ago