কুষ্টিয়ায় পাউবো কার্যালয়ে সমাবেশ চলাকালে দুর্বৃত্তের গুলি
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ চলাকালে মাত্র দুইশ গজ দূর থেকে দুই রাউন্ড গুলির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন মুখোশধারী এসে কার্যালয়ের প্রাচীরের বাইরে থেকে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী গড়াই নদী দিয়ে নৌকায় করে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী এক কিশোর জানায়, ঘটনার সময় তারা কয়েকজন পাউবো কার্যালয় সংলগ্ন সেতুর নিচে নিচে বসে ছিল। এসময় শহরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে পাউবোর প্রাচীরের পাশে রাখা বালির স্তূপে দাঁড়িয়ে গুলি করে নদীর দিকে দৌড়ে যায়। তাদের জন্য নদীর পাড়ে নৌকা অপেক্ষমাণ ছিল। সেই নৌকায় করে তারা পালিয়ে যান।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, যেখান থেকে গুলি ছোড়ার কথা বলা হচ্ছে, তার থেকে মাত্র ২০০ গজ দূরে চলছিল শ্রমিক-কর্মচারীদের কর্মী সমাবেশ। আর ৬০-৭০ গজ দূরেই অবস্থিত পাউবো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের কার্যালয়।
সমাবেশে আসা এক শ্রমিক নেতা বলেন, 'প্রথম গুলির পর আমরা ভেবেছি কোনো কিছু ব্লাস্ট হয়েছে। দ্বিতীয় গুলিতে একটি গাছের ছোট ডাল ভেঙে পড়লে গুলির বিষয়টি নিশ্চিত হই।'
ঘটনার পরপরই উপস্থিতরা এক রাউন্ড গুলির খোসা দেখতে পান। তবে খোসাটি প্রাচীরের ভেতর না বাইরে পাওয়া গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা সমাবেশে এসেছিলেন। গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, 'গুলির ঘটনা তদন্ত করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র পাইনি।'
Comments