অগ্নিদগ্ধ রনি ও কনস্টেবল জিল্লুকে দেখতে হাসাপাতালে আইজিপি

ছবি: সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে হাসপাতালে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ সোমবার সকালে বেনজীর আহমেদ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বেনজীর আহমেদ।

এ সময় আইজিপি তাদের শয্যাপাশে কিছুক্ষণ থেকে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ ছাড়া তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, 'এটি একটি নিছক দুর্ঘটনা। আমরা এ দুর্ঘটনার পরই অতিদ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে তাদের খোঁজখবর রাখছি। হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন।'

আইজিপির সঙ্গে চিকিৎসক সামন্ত লাল সেনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (রমনা বিভাগ) মো. শহিদুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তারা গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন দুর্ঘটনায় আহত হন।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago