সীমান্তে উত্তেজনা: সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। 
বান্দরবান

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ১ রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন ও আরও ৪ রোহিঙ্গা আহতের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন, 'নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত পরিস্থিতির কারণে সেখানকার এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার উখিয়া কুতুপালং কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন‍্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

এর আগে শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের কাছে 'মাইন বিস্ফোরণে' এক বাংলাদেশি যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

Comments

The Daily Star  | English

Question leak: 15 including PSC officials arrested

At least 15 people including some officials of the Bangladesh Public Service Commission (BPSC) were arrested today by the CID for their alleged involvement in leaking questions of government job exams

44m ago