ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে ১৪ ডিসেম্বর পর্যন্ত
বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সুযোগ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর আগে জুলাই মাসের শুরুতে এক নির্দেশনায় বিআরটিএ জানিয়েছিল, ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) অনুরোধে আজ বুধবার বিআরটিএ এ সময়সীমা বাড়িয়ে একটি নোটিশ দিয়েছে।
তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।
এদিকে, সরকার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ার পর থেকে মোটরসাইকেল বিক্রি কমে গেছে।
এ বছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে মোটরসাইকেল বিক্রি বছরে ১০ শতাংশ বাড়লেও, আগের বছর বেড়েছিল ২০ শতাংশ।
Comments