‘প্রধানমন্ত্রীর মতামতের পর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত’

খালেদা জিয়া ঢাকায় মার্কিন দূতাবাসে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার বিকেলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি তার (খালেদা জিয়া) পরিবারের কাছ থেকে একটি আবেদনপত্র (দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য) পেয়েছি। এ বিষয়ে এখন প্রাসঙ্গিক প্রক্রিয়া চলছে।'

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আবেদনের পরিপ্রেক্ষিতে তার (খালেদা জিয়া) দণ্ড স্থগিতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে এমন নয়, এ বিষয়ে কিছু প্রক্রিয়া রয়েছে।'

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের জন্য ফাইলটি তার কার্যালয়ে যাবে এবং তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে', যোগ করেন তিনি।

গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, 'দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে এবং দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াবে।'

সেসময় তিনি আরও বলেন, 'খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে চান কি না, সেটি তাদের (পরিবার) ওপর নির্ভর করবে। যদি তারা মেয়াদ বাড়াতে চান, তাহলে অবশ্যই সরকার এটার মেয়াদ বাড়াবে।'

আজ দুপুরে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়ে এসেছেন।'

Comments

The Daily Star  | English

Begum Para: Yunus seeks Canada's help to recover stolen money

Chief Adviser Prof Muhammad Yunus today sought Canada's support to recover money siphoned off from Bangladesh to the North American country

23m ago