শাহজালাল বিমানবন্দরে প্রায় সোয়া ৩ কোটি টাকার সোনার বার জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি১২৮ এর ওয়াশরুমে লুকানো এ বারগুলো জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ হওয়া সোনার বারগুলোর প্রতিটির ওজন ১১৬ গ্রাম এবং ৪০টির মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।
কর্মকর্তারা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি১২৮ এ চোরাচালান করা সোনার বার আছে।
এরপর অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে বিমানের ভেতর ঢুকে ওয়াশরুম থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০টি সোনার বার জব্দ করে।
Comments