নৌযানে প্রতি কিলোমিটারে ভাড়া কমলো ১৫ পয়সা

Dhaka Sadarghat
ঢাকার সদরঘাটে লঞ্চের সারি। ছবি: পলাশ খান

নৌযানে যাত্রীদের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার ভোররাত ১২টা থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে।

যাত্রীদের নৌযানে ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, জনপ্রতি ভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।

গত মাসে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ২ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়।

 

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

7h ago