মর্টার শেল ছোড়ার ঘটনায় মিয়ানমারের কাছে কড়া প্রতিবাদ জানানো হবে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি: এএফপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের দুটি মর্টার শেল পড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, 'আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো, যেন বাংলাদেশের ভেতরে এ ধরনের বিষয় আর না ঘটে।'

'মর্টার শেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটাও আমরা খতিয়ে দেখবো,' বলেন তিনি।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলার এলাকায় মর্টার শেল দুটি পাওয়া যায়। সেসময় অবিস্ফোরিত মর্টার শেল দুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

3h ago