মিয়ানমারের ২ মর্টার শেল এসে পড়ল বান্দরবানে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের দুটি মর্টার শেল এসে পড়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলার এলাকায় মর্টার শেল দুটি পাওয়া যায়।
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, মর্টার শেল দুটি সীমান্ত থেকে আধ কিলোমিটার ভেতরে এসে পড়ে। এর মধ্যে একটি ঘুমধুম ইউনিয়নে ২ নম্বর ওর্য়াডের তুমব্রু সীমান্তের উত্তর জামে মসজিদের পাশে ও অন্য শেলটি সেখান থেকে ২০০ গজ দূরে পাওয়া যায়। মর্টার শেল দুটি মিয়ানমার থেকে এসেছে।
তিনি আরও বলেন, মর্টার শেল দুটি খুব সম্ভবত আমাদের দিকে টার্গেট করে ছোড়া হয়নি। এটি মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কোনো বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির মধ্যে এগুলো আমাদের সীমান্তে এসে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কবস্থায় রয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ দ্য ডেইলি স্টার জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমারের ভেতরে সীমান্ত এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। যে দুটি মর্টারশেল এসে পড়েছে তাতে কোন ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বক্তব্য পাওয়া যায়নি।
Comments