যারা আগ্রহ দেখিয়েছেন তাদের অধিকসংখ্যক রোহিঙ্গা নিতে বলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
যেসব দেশ রোহিঙ্গাদের নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তাদের বেশিসংখ্যক রোহিঙ্গা নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ রোববার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেক দেশই রোহিঙ্গাদের নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এসব প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। তবে তারা কতসংখ্যক রোহিঙ্গা নেবে, কী শর্ত থাকবে, তা এখনো জানা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।'
তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশ যদি (রোহিঙ্গাদের নিতে) আগ্রহ প্রকাশ করেন। তারা কী পরিমাণ নিবেন এবং কীভাবে নিবেন সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। যারা আগ্রহ দেখিয়েছেন তাদেরকে আমরা বলবো যে অধিকসংখ্যক (রোহিঙ্গা নাগরিক) নেওয়ার জন্য।'
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এসব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।
তিনি আরও বলেন, 'রোহিঙ্গারা মিয়ানমারের মোবাইল অপারেটরদের সিম ব্যবহার করছে যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। আমরা তাদের বাংলাদেশি মোবাইল অপারেটরদের সিম ব্যবহার করতে উত্সাহিত করার চেষ্টা করছি।'
Comments