কর্মবিরতি প্রত্যাহার, ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা

চা-শ্রমিক
ছবি: স্টার ফাইল ফটো

কর্মবিরতি প্রত্যাহার করে ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা-শ্রমিকরা।

আজ সোমবার সকাল ৯টায় তাদের কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।

চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে চা-শ্রমিকদের সঙ্গে বৈঠকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে নতুন মজুরি নির্ধারণ করবেন।

আজ ভোররাত ৩টার দিকে সরকারের সঙ্গে সমঝোতা হওয়ায় চা-শ্রমিকরা ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন বলে জানান তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সমঝোতার বিষয়টি ডেইলি স্টার নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago