পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আইনি নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: স্টার ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ডাকযোগে নোটিশটি পাঠান অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন রাশেদ।

'আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি'— পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃতি দিয়ে তিনি নোটিশে বলা হয়েছে, এমন বক্তব্য সংবিধান বিরোধী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এ দেশের সকল ক্ষমতার উৎস কেবলমাত্র এ দেশের জনগণ।

এতে আরও বলা হয়, পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, 'আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি।'

পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে দাবি করেন, গণমাধ্যমে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Court allows ACC to open over 300 lockers of former, current BB officials

ACC found that other Bangladesh Bank officials also have sealed safe deposit boxes in the vault, raising suspicions that these may contain undisclosed assets as well

2h ago