আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন: চীনা পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস সতর্কতার কারণে দীর্ঘবিরতির পর আজ রোববার থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের ভিসা দেওয়া হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এর আগে, আজ সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।
সেসময় তারা এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং আরও আধা ঘণ্টার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, সাংস্কৃতিক সহযোগিতা, সমুদ্র বিজ্ঞান এবং পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হস্তান্তর বিষয়ে ৪টি সমঝোতা স্মারক সই করেন।
Comments