প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশের কম: ইসি সচিব

ডামুড্যা উপজেলার ২৭ নম্বর কেন্দ্রের কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের ৬ নম্বর বুথে সকাল ৯টা পর্যন্ত মাত্র একটি ভোট পড়েছে। ছবি: স্টার

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

আজ বুধবার দুপুরে তিনি এ কথা জানান।  

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মোট ৭৪৫০ ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।  

তিনি আরও জানান, মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে সব কেন্দ্রের ভোটের তথ্য পাওয়া না যাওয়ায় প্রকৃত হিসাব নির্ণয় করা যাচ্ছে না। নির্বাচন কমিশন ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছে। মোট ভোটকেন্দ্রের অর্ধেকের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশের কম।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

11m ago