প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন ৮ মে

ইসি
প্রতীকী ছবি

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।

নির্বাচন কমিশনারদের বৈঠকের পর ঘোষণা করা হয়, প্রথম ধাপে মোট ১৫২টি উপজেলায় নির্বাচন হবে।

১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল।

এবার উপজেলা নির্বাচন হবে মোট চারটি ধাপে।

Comments