নির্বাচনী প্রচারণার চেষ্টা, বাঁশখালীতে আ. লীগ নেতাদের সতর্ক করলেন এসিল্যান্ড
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর গ্রামের বাড়িতে জনসভা করার চেষ্টাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সতর্ক করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বাঁশখালীর সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) আব্দুল খালেক পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সরল ইউনিয়নে এ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তাফিজুরের বাড়ির সামনে আওয়ামী লীগের একদল নেতাকর্মী জড়ো হন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি প্রার্থীর বাড়ির সামনে একটি প্যান্ডেল টাঙানো হয়েছে এবং সেখানে বেশকিছু মানুষ জড়ো হয়েছে।'
আব্দুল খালেক পাটোয়ারী বলেন, 'আমি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ কয়েকজন নেতাকে সেখানে দেখেছি। তাকে জমায়েতের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাদের বলেন যে তারা বিজয় দিবসের কর্মসূচি পালনের কথা বলতে সেখানে জড়ো হয়েছেন।'
'তবে আমাদের কাছে এমন কিছু মনে হয়নি। বরং মনে হয়েছে যে তারা নির্বাচনী প্রচারণা চালাতে সমাবেশ করতে সেখানে জড়ো হয়েছে,' বলেন এসিল্যান্ড।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নেতাকর্মীদের সতর্ক করা হয় এবং জড়ো হওয়া সবাইকে সেখান থেকে চলে যেতে বলা হয়।
তবে সেখানে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ছিলেন না বলে জানান এসিল্যান্ড।
যোগাযোগ করা হলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ডেইলি স্টারকে বলেন, 'বিজয় দিবসের কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আমরা জড়ো হয়েছিলাম এবং নির্বাচনী প্রচারণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
তিনি বলেন, 'এমপি সাহেব গ্রামের বাড়িতে থাকায় আমরা তার বাড়িতে বিজয় দিবসের কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েছিলাম।'
Comments