২ পুলিশ কমিশনার, ১ ডিসি, ৫ এসপিকে প্রত্যাহার ও ৩ ওসিকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

দুটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার, একজন জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলার বাইরে বদলি করতে বলা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত প্রদান করেছেন নির্বাচন কমিশন।

তাদেরকে প্রত্যাহার করে সেখানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাবও করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

এ ছাড়া, মানিকগঞ্জের সদর ও সিংগাইর এবং গাজীপুরের শ্রীপুরের ওসিকে জেলার বাইরে অন্য কোনো থানায় বদলির প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

Comments

The Daily Star  | English

What if the US election ends in a Trump-Harris tie?

While not highly likely, such an outcome remains possible, tormenting Americans already perched painfully on the edge of their seats ahead of the November 5 election

1h ago