নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি আলমগীর

ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, 'নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।'

আজ মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন ভোটারদের উপস্থিতি বাড়ানো আমাদের কাজ না। এটা প্রার্থীদের কাজ। আমাদের দায়িত্ব হলো ভোটের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া। নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সব প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও হয়তো থাকবে ।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মো মোস্তাফিজার রহমান, ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) মো. শাহ আবিদ হোসেন, পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মাসুম আহাম্মদ ভূইঞা, র‌্যাব কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন । 

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

15m ago