কক্সবাজার-১ আসনে আ. লীগের প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়নপত্র বাতিল

সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এদিকে একই আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগ সালাহউদ্দিনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলে জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৩ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, ঋণ খেলাপি হওয়ায় সালাহউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, 'গত ২৩ নভেম্বর মহামান্য আদালত খেলাপির তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। তাই আমি ঋণখেলাপি নই। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে আমাকে ঋণখেলাপি দেখানোয় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল করব।'

Comments

The Daily Star  | English

Battery-run rickshaws allowed back on Dhaka roads for one month

SC chamber judge issues status quo on HC order

3h ago