নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: গোলাম দস্তগীর গাজী ও ডা. এনামুর রহমানকে শোকজ

golam_dastagir_and_enamur_rahman
গোলাম দস্তগীর গাজী ও ডা. এনামুর রহমান (বাম দিক থেকে)।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা-১৯ আসনে একই দলের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানকে শোকজ করেছে নির্বিচন কমিশন (ইসি)। তাদের মধ্যে গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী এবং এনামুর রহমান দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী।

একইসঙ্গে আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাদেরকে এর কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তারা দুইজন বর্তমানেও ওই আসনের এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের পেশকার ইবনে সাউদ দ্য ডেইলি স্টারকে জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমর্থকদের সশস্ত্র মিছিলের ঘটনায় গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে তাকে নিজে তা তার প্রতিনিধিকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বুধবার দুপুরে গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, যা নির্বাচনী আচরণবিধির ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) ও ১২ এর গুরুতর লঙ্ঘন৷

ইবনে সাউদ বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি, সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে৷'

এর আগে বুধবার দুপুরে রূপগঞ্জে কয়েকশ নেতাকর্মীর মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন গোলাম দস্তগীর গাজী৷ ওই মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়৷ জামান নামে ওই ব্যক্তি কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী৷

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গতকাল রাতে অস্ত্র ও অস্ত্রের লাইসেন্সটি জব্দ করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷

অন্যদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ডা. এনামুর রহমানকে শোকজ করা হয়েছে।

দ্য ডেইলি স্টারে নিউজ প্রকাশের পর তাকে শোকজ করা হয়। নির্বাচনী এলাকা-১৯২ ও ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক; সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এই আদেশ দেন।

নোটিশে বলা হয়েছে, ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বহু কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে গেছেন ডা. এনামুর রহমান, যা নির্বাচন আরচণবিধির লঙ্ঘন মর্মে দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণে (নিউজবাইটস) খবর প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এনামুর রহমান হাজার খানেক কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে নির্বাচনী প্রচার করেছেন, যা বাংলাদেশ ইসি কর্তৃক প্রজ্ঞাপনে জারি করা নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) অনুচ্ছেদ ও ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন মর্মে পরিলক্ষিত হচ্ছে।

এতে আরও বলা হয়, 'আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন, সেই বিষয়ে আগামী ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক এ (৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ দেওয়া হলো।'

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

9h ago