১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা নয়: ইসি

ঢাকায় ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, 'এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। নির্বাচনের ২১ আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।'

ভোটকেন্দ্রে কখন ব্যালট পাঠানো হবে সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। 

ইসি সচিব বলেন, 'প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সেটা পরে সিদ্ধান্ত হবে।'

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।

সরকারি কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'তফসিল ঘোষণার পর এ ধরনের বদলি হয়েছে কি না, আমাদের জানা নেই।  এখন থেকে এ ধরনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইসির কাছে প্রস্তাব পাঠাবে এবং কমিশন তাদের মতামত জানাবে।'

আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

43m ago