নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করতে পারার ইঙ্গিত সিইসির

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করতে পারার ইঙ্গিত সিইসির
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: স্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করতে পারার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  

তিনি বলেছেন, 'মোটরসাইকেল ছাড়া তাদের নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হয়ে যাবে বলে গণমাধ্যমের যে দাবি সেটাও যৌক্তিক। সে জন্য আমরা বলেছি এটা আমরা বিবেচনাধীন রেখেছি। সেটা আমরা যথাযথভাবে পরিবর্তন করব।'
 
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন বিষয় আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, 'উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। উনি (সারাহ) নির্বাচন সম্পর্কে আশাবাদী, সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয়।'
 
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক গণমাধ্যমের নীতিমালার প্রসঙ্গ টেনে আলাপ করেছেন জানিয়ে সিইসি বলেন, 'গণমাধ্যমের জন্য যে নীতিমালা হয়েছে; সেখানে অনুমতি নিয়ে যেতে হবে। আমরা বলেছি অনুমতি বলে কিছু ছিল না। শেষ পর্যন্ত গণমাধ্যম থেকে যে দাবিটা আসছে সেটা হলো মোটরসাইকেলের বিষয়। আমরা বলেছি, একটা কারণে এটা বাদ দিয়েছিলাম মোটরসাইকেলের অপব্যবহার হয় কি না। যারা মাসলম্যান (পেশি শক্তি ব্যবহারকারী) তারা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে সংকট তৈরি করে কি না।'

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

48m ago