২২ রাজনৈতিক দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব দেয়নি: ইসি

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪২টি দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) ২০টি দল নির্ধারিত সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব দিলেও ২২টির বেশি দল জমা দেয়নি।

অর্ধেকের বেশি দল ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনকে (ইসি) জমা দিতে সময় চেয়ে আবেদন জানিয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, যেসব দল সময় চেয়ে আবেদন করেছে তাদের নথি কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন সিদ্ধান্ত দেবে সময় বাড়ানো হবে কি না।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। নির্বাচন কমিশন বিষয়টি স্মরণ করিয়ে দিতে দলগুলোকে চিঠিও দেয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে ২০টি দল হিসাব জমা দেয়।

এদের মধ্যে আওয়ামী লীগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাইলে ইসি তা মঞ্জুর করে। তবে দলটি অতিরিক্ত সময় পেলেও নির্ধারিত সময়ের মধ্যেই পরে হিসাব জমা দেয়।

 

যে ২২ দল হিসাব জমা দেয়নি

কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, গণফোরাম, বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল), জাসদ, জেএসডি, বাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফ্রন্ট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পরপর ৩ বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারে বলে জানায় নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

34m ago