বেনাপোল পৌর নির্বাচন

ইভিএমে ধীর গতি, ইসির মতে কোনো অসুবিধা নেই

সকালে ৫টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার লাইন কাটা পাওয়া যায়।
নির্বাচন কমিশনার আহসান হাবিব
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ঢাকা-১৭ আসনে ভোটারের উপস্থতি কম হলেও স্থানীয় সরকার নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার ভোটার উপস্থিতি কম হলেও কমিশনের আন্তরিকতার অভাব নেই মন্তব্য করে তিনি বলেন, 'আমি ২টি চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলাম, একটি হলো গত ১২ বছর ধরে বেনাপোলে নির্বাচন হয় নাই। হয় নাই নাকি হতে দেওয়া হয় নাই নাকি আইনের মারপ্যাঁচের মধ্যে বেঁধে রাখা হয়েছিল এটা আপনারা (গণামাধ্যমকর্মী) খুব ভালো করেই জানেন। আরেকটি হলো নবগঠিত ভাণ্ডারিয়া পৌরসভা। সেটাও কিন্তু অনেক কেস-কাচারির মধ্য দিয়ে অনেক দেরিতে হলো।'

এই ২ জায়গায় ভোটার উপস্থিতি ও ভোটের পরিবেশ ভালো জানিয়ে তিনি বলেন, 'ওখানকার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ইভিএম ও সিসিটিভি ক্যামেরা দিয়েছিলাম। ইভিএম ও সিসিটিভি ক্যামেরা বেনাপোলে ভালো কাজ করছে, কোনো অসুবিধা নেই। ভাণ্ডারিয়ায় কিছু কিছু সন্ত্রাসী গতকাল রাতে কয়েকটি ক্যাবল কেটে দিয়েছে। কাটা পড়েছে বললাম না। আমি ডিসি-এসপি এবং গোয়েন্দা সংস্থা লাগিয়ে রেখেছি, ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, কে করেছে।

এতে কিন্তু আমাদের ভোটের কোনো অসুবিধা হচ্ছে না! ভোট সুন্দর হচ্ছে। যেহেতু ইভিএম আছে, কোনো রকম দুনম্বরি করার সুযোগও সেখানে নেই। কেন্দ্র দুপক্ষে এজেন্ট থাকায় তারা ব্যালেন্স করছে। গাজীপুরে আমরা চিন্তা করেছিলাম এ রকম কাটাকাটি করবে কিন্তু সেটা হলো ভাণ্ডারিয়ায়। এটা আমরা খুঁজে বের করব, কে-কারা-কখন-কীভাবে-কার প্ররোচনায় এটা করেছে।

কয়টি কেন্দ্রের লাইন কাটা পাওয়া গেছে জানতে চাইলে আহসান হাবিব বলেন, 'সকালে আমরা ৫টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার লাইন কাটা পেয়েছিলাম। ৫টির মধ্যে পরবর্তীতে ৩টি ঠিক করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বলার কারণ, তার কেটে নিয়ে গেছে যেন ঠিক করতে সময় লাগে। তারা সফল হতে পারেনি বা হবে না।'

ঢাকার ক্যান্টমেন্ট কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে যেসব কর্মকর্তা দুর্ব্যবহার করেছেন তাদের বিচার হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

এছাড়া সাংবাদিককে টানিয়ে পেটানোর হুমকিদাতা ভাণ্ডারিয়া উপজেলা পরষিদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজকে ছাড় দেওয়া হবে না, বিষয়টি কমিশন বৈঠকে তোলা হবে বলেও মন্তব্য করেন।

বেনাপোলে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণ ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।

পৌর নির্বাচন
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল হাইস্কুল কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যায়। ধীর গতির কারণে একাধিক লাইনে দাঁড়িয়ে ছিলেন নারী ভোটাররা | ছবি: স্টার

দ্য ডেইলি স্টার'র বেনাপোল সংবাদদাতা মহসিন মিলন জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১১টায় বেনাপোল হাইস্কুল কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যায়। ধীর গতির কারণে একাধিক লাইনে দাঁড়িয়ে ছিলেন নারী ভোটাররা।

বেনাপোল মহিলা মাদ্রাসা কেন্দ্রে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুলফিকার আলী মন্টু জানান, শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে তবে ইভিএমের কারণে ভোটদানে একটু দেরি হচ্ছে।

এই অভিযোগ স্বীকার করেন বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, 'ইভিএমের কারণে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে হচ্ছে।'

বেনাপোলের স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করেন, 'সকাল থেকেই বাইরের এলাকার সন্ত্রাসীরা পৌরসভার পাশে মহড়া দিচ্ছে।'

কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সজন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন বলেন, 'এসব অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অপকৌশল।'

যশোর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, তিনি সব কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ২ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব ও ২ প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh per capita foreign debt 2024

Per capita foreign debt more than doubles in eight years

Per capita foreign debt of Bangladesh more than doubled in the last eight years, according to official data, as economists attribute the hike to unplanned foreign-funded projects and corruption, ultimately ballooning the liability on low-income people, including the extremely poor.

14h ago