ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: ভোটারের দেখা নেই ভোটকেন্দ্রে

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ, উপস্থিতি নেই ভোটারের। ছবি: স্টার

ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার আংশিক) উপনির্বাচনে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

দুপুর পৌনে ১টা পর্যন্ত পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ১০টি কেন্দ্র ঘুরে প্রতিটি কেন্দ্রে খুব কম সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া দুএকজন করে এসে ভোট দিয়ে গেলেও তাদের মধ্যেও কোনো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি।

এ ছাড়া বিভিন্ন প্রার্থীর কর্মীদেরও কেন্দ্রের বাইরে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।    

সকাল ১১টার দিকে রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দুএকজন ভোটারের দেখা মেলে। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ারুল আজম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৭০টি।'

রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মতিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৯ ভোটারের ৩৭০ জন ভোট দিয়েছে।'

একই উপজেলার নেকমরদ চন্দনচহট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই সময়ে ২ হাজার ২০১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২১০টি।

অপরদিকে, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রায় একই চিত্র চোখে পড়ে। 

উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আল মাবুদ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ১১টা পর্যন্ত মোট ৩ হাজার ৭০৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১২৩টি।'     

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মনোনীত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির প্রার্থী হাফিজউদ্দীন আহম্মদ (লাঙল), স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা), জাকের পার্টির প্রার্থী (গোলাপফুল), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস পার্টির রাদি আল আসাদ (আম) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাণীশংকৈলের স্থানীয় সংবাদকর্মী খুরশিদ আলম শাওন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূলত বিএনপি ও আওয়ামী লীগের সরাসরি কোনো প্রার্থী না থাকা এবং এই সংসদের আর অল্প মেয়াদের জন্য ভোটের শুরু থেকেই ভোটারদের মধ্য কিছুটা আগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে।'

তাছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী ১৪ দলের প্রার্থী হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তৃতার বাইরে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।  ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক দুর্বলতার কারণে তারা ভোটের বার্তা মাঠ পর্যায়ে পৌঁছাতে পারেনি।'  

রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নূর-ই আলম বলেন, 'সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।'

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

13h ago