ঢাকা-১৭ আসনে উপনির্বাচন ১৭ জুলাই

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন।
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments