ফুলতলা ইউপি নির্বাচন: একটি কেন্দ্রে ৪টির মধ্যে ২টি ইভিএম মেশিনই নষ্ট
মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। সেখানে একটি কেন্দ্রের ৪টির মধ্যে ২টি ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফুলতলা ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কেন্দ্রে ২টি ইভিএম মেশিন ঠিক মতো কাজ করছে না। ৮-১০ বার বোতামে চাপ দেওয়ার পর ভোট দেওয়া যাচ্ছে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মৃনাল কান্তি দাস ২টি মেশিন নষ্ট থাকার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, মেশিন ঠিক করার জন্য লোক এসেছে।
ওই কেন্দ্রের ভোটার কাইয়ুম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ৯-১০ বার বোতামে চাপ দেওয়ার পর ভোট দিতে পেরেছি।'
ফুলতলা ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৪৪৪ জন। সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৭২টি।
Comments