রংপুর সিটি নির্বাচন

ধীরগতির বিষয়টি আপেক্ষিক, দিন শেষে চূড়ান্ত কথা বলা যাবে: সিইসি

হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে ধীরগতির প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ধীর গতির বিষয়টি আপেক্ষিক।

তিনি আরও বলেন, আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারেনি, তখন সেটাকে আমরা সিরিয়াসলি গ্রহণ করবো।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, তথ্য চিত্র যেটা আমরা সিসিটিভির মাধ্যমে ক্যাপচার করছি, সেখানে মন্দ কিছু আমাদের চোখে আসেনি। মনে হচ্ছে, ভোট বেশ উৎসবমুখর হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের অভিমতে যথেষ্ট সন্তোষজনক। আমরা সিসিটিভির মাধ্যমে মনিটর করছি, ট্যাবের মাধ্যমেও আমরা কক্ষে কক্ষে মনিটর করছি। আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে যতটা সুন্দর সম্ভব নির্বাচনকে পর্যবেক্ষণ করা এবং নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করার চেষ্টা আমরা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে। এখনো আমরা চূড়ান্ত কথাটা বলছি না। এখন পর্যন্ত যথেষ্ট ভালো। আমরা আশাবাদী শেষ পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গৃহীত হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখন যেটা দেখা যাচ্ছে, সেটারই ইঙ্গিত এটা।

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

The central bank is likely to issue a circular in this regard today.

9h ago