গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট ৪ জানুয়ারি ইভিএমে
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি জানান, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবারও ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকবে।
জাহাঙ্গীর আলম বলেন, 'অনিয়মের কারণে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। সেটি আগামী ৪ জানুয়ারি সেই ভোট হবে। তদন্ত কমিটির সুপারিশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে ভোটে রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে এ ভোটের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ভোটেও ইভিএম ব্যবহার করা হবে। সিসি ক্যামেরা থাকবে। আগে যেভাবে ভোট হয়েছে, এবারও সেভাবেই হবে।'
এ উপনির্বাচনের এজেন্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যারা এজেন্ট ছিলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের বস্তার মধ্যে যে তালিকা আছে, সেগুলো জেলা নির্বাচন কর্মকর্তারা উন্মুক্ত করবে, তাতে যারা দায়িত্ব পালন করতে না পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
ভোটে প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এগুলো অবশ্যই থাকবে। নির্বাচনে যেহেতু আংশিক তফসিল ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সব কার্যক্রম বিধি মোতাবেক অনুষ্ঠিত হবে।'
ঠিক কবে থেকে প্রচারণা চালাতে পারবে, জানতে চাইলে ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ বলেন, 'তারিখ ঘোষণার পরপরই প্রচারণায় কোনো বাধা নেই। কাল থেকেই পারবে।'
'যেহেতু আমরা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছি, সুতরাং নির্বাচনী প্রচার-প্রচারণা আমাদের বিধান অনুযায়ী শুরু করতে পারবে', যোগ করেন ইসি সচিব।
Comments