রাজশাহীর ৯ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহীর ৯ ভোটকেন্দ্রের ১৮ বুথে জেলা পরিষদ নির্বাচন চলছে।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন
রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভোটকেন্দ্র। ছবি: স্টার

রাজশাহীর ৯ ভোটকেন্দ্রের ১৮ বুথে জেলা পরিষদ নির্বাচন চলছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পরে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।

একজন চেয়ারম্যান, ৩ সংরক্ষিত নারী সদস্য ও ৯ সাধারণ সদস্য পদের বিপরীতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার ৫১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৩০ জন রয়েছেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন
রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভোটকেন্দ্রে ভোটার। ছবি: স্টার

চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

রাজশাহী সিটি কর্পোরেশন ও ৯ উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধিরা এই নির্বাচনের ভোটার। তাদের মোট সংখ্যা এক হাজার ১৮৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯০৬ ও নারী ভোটার ২৭৯ জন।

রাজশাহী জেলা পরিষদের ৯ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বাগমারায়—২৩৭ জন।

এ ছাড়াও, গোদাগাড়ীতে ভোটার ১৪৬, তানোরে ১২০, পবা উপজেলায় ও সিটি করপোরেশনে ১৭৪, মোহনপুরে ৯৪, দুর্গাপুরে ১০৬, পুঠিয়ায় ৯৪, চারঘাটে ৯৪ ও বাঘা উপজেলায় ১২০ জন।

সকাল ১১টায় পবা উপজেলা পরিষদ কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট দেবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরা।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago