ডিসি-এসপিদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে: সিইসি
নির্বাচন কমিশনের সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বৈঠকে যে ঘটনা ঘটেছে সেটা 'সামান্য ভুল বোঝাবুঝি' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'এ বিষয়ে একটুও কথা বলব না। অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। এখন সামনের দিকে তাকান। সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা নিয়ে এত মাতামাতির দরকার নেই। এটা নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।'
গত ৮ অক্টোবর ডিসি-এসপিদের নিয়ে সভা করে নির্বাচন কমিশন।
সভায় একজন নির্বাচন কমিশনারের বক্তব্য চলাকালীন হইচই শুরু করেন ডিসি-এসপিরা। পরে ডিসি-এসপিদের 'ইচ্ছায়' বক্তব্য শেষ না করেই বসে পড়েন তিনি।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যাদের কাজ করার কথা, তারা নির্দেশনা শুনে হইচই করছেন। নির্বাচন কমিশন অসহায়ভাবে বলছে, তা মেনে নিচ্ছে। এ নিয়ে প্রশ্ন ওঠে, এই যদি নির্বাচন কমিশনের অবস্থা হয়, তবে নির্বাচনের সময়ে পরিস্থিতি কেমন হতে পারে? এখনই নির্বাচন কমিশন যাদের নিয়ন্ত্রণ করতে পারছে না বা করছে না, নির্বাচনের সময় কীভাবে নিয়ন্ত্রণ করবে?
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে সিইসি বলেন, 'এনআইডি তৈরির দায়িত্ব এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায়নি, নীতিগত অনুমোদন পেয়েছে মাত্র।'
তিনি আরও বলেন, 'এটা আমাদের বিষয় না। এটা সরকার, সংসদ ও রাষ্ট্রের বিষয়। আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা ভোটার তালিকা তৈরি করব। সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাবো না।'
Comments