প্রকাশ্যে ভোট: ইসিকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে বললেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে ক্ষমাশীল মনোভাব পোষণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আইন লঙ্ঘন করে এমন কাজ করার ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির জবাব দিতে আজ সোমবার কমিশনে এসে তিনি সাংবাদিকদের বলেন, 'কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিধান অনুসারে আমাদের নির্বাচন কমিশন থেকে আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন।'

জামালপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খান জানান, তিনি নির্বাচন কমিশনে হাজির হয়ে বলেছেন যে তার বিশ্বাস, এটা 'মেজর' কোনো অপরাধ নয়।

তিনি বলেন, 'অতএব ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করে চলে এসেছি।'

প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত ১১ জানুয়ারি ফরিদুল হক খানকে তলব করে কমিশন।

তার প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ বিব্রত কি না, জানতে চাইলে তিনি বলেন, 'না, আওয়ামী লীগ বিব্রত না। কেউ বিব্রত না।'

কমিশনের চিঠিতে বলা হয়েছে, গোপনীয়তা না রেখে জনসমক্ষে ভোট দেওয়া গণপ্রতিনিধিত্ব আদেশে শাস্তিযোগ্য অপরাধ।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago