শপথ নিয়েছেন নবনির্বাচিত ২৯৮ সংসদ সদস্য

শপথ নিয়েছেন নবনির্বাচিত ২৯৮ সংসদ সদস্য
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সব সংসদ সদস্যই শপথ নিয়েছেন।

আজ বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন।

সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি।

সকাল ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিরীন শারমিন চৌধুরী। দুপুর ১২টায় শপথ নেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শরিক দল হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে জয়ী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের দুই এমপিও আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। আরেক শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে জয়ী সংসদ সদস্য শপথ নিয়েছেন স্বতন্ত্রদের সঙ্গে।

নির্বাচন কমিশনের (ইসি) গ্যাজেট অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।

ইসির গ্যাজেট অনুযায়ী, নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। আর নৌকা প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের তিন শরিক দল জয় পেয়েছে তিনটি আসনে।

বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago