পটুয়াখালীতে জাল ভোট দেওয়ার সময় ৩ কিশোর আটক

চাঁদাবাজির অভিযোগে ছাত্র নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পটুয়াখালী ১ আসনের দুমকিতে জাল ভোট দেওয়ার সময় তিন কিশোরকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে দুমকি উপজেলার ৩৪ নম্বর পশ্চিম ঝাটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার দীপঙ্কর চন্দ্র শীল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জাল ভোট দেওয়ার চেষ্টা করার সময় তিন কিশোরকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয়েছে।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, 'জাল ভোট দেওয়ার সময় তিন জনকে আটক করা হয়েছে। তবে, তারা কিশোর এজন্য থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছে।'

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান বলেন, 'জাল ভোট দেওয়ায় সময় আটক তিন কিশোর পুলিশ হেফাজতে আছে।'

Comments