রাজশাহীতে ৩টি আসনের ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার

ভোটকেন্দ্রে আগুন
ছবি: সংগৃহীত

রাজশাহীর তিন আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি ভোটকেন্দ্রের সামনে দুইটি হাতবোমা পাওয়া গেছে।

আজ শুক্রবার ভোরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভোটকেন্দ্রগুলো হলো—রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়।

এর মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাগমারার (রাজশাহী-৪) আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়ে আগুন লাগে। পরে ভোটকেন্দ্রের সামনে থেকে দুইটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

বাগমারার আরেক কেন্দ্র গণিপুর উচ্চ বিদ্যালয়ে আগুনের ঘটনা ঘটে। রাজশাহী-৬ আসনের আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মাঝরাতে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। স্থানীয়রা এ আগুন নেভায়। তবে আগুনে ঘরের আসবাবপত্র, বইপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

নির্বাচনী এলাকার বাঘা উপজেলার আরেকটি ভোটকেন্দ্র জোতনশী প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, 'পুলিশ দোষীদের খুঁজে বের করতে তদন্ত করছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago